ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা. তালাত তাসমিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা থেকে জানানো হয়, আগামী ৪ থেকে ১৫ অক্টোবর জেলার ৬ টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৯ হাজার ৭’শ ৫২ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
No comments