স্বাস্থ্য সেবাই অবদান রাখায় হেল্থ মিনিষ্টার এ্যাওয়ার্ড পেল ঝিনাইদহ সদর হাসপাতাল

ঝিনাইদহ প্রতিনিধি-

স্বাস্থ্য সেবাই বিশেষ অবদান রাখায় হেল্থ মিনিষ্টার ন্যাশনাল এ্যাওয়ার্ড পেল ঝিনাইদহ সদর হাসপাতাল। সম্প্রতি ঢাকার সোনার গাঁ হোটেলের এক সেমিনারে স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালিক এ পুরষ্কার প্রদান করেন। 

দেশের ৭টি জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য সেবাই বিশেষ অবদান রাখায় হেল্থ মিনিষ্টার ন্যাশনাল এ্যাওয়ার্ড  প্রদান করা হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতাল ৩য় অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদসহ বিভিন্ন জেলার চিকিৎসক নেতৃবৃন্দ।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ইতিপূর্বে তিন বার ঝিনাইদহ সদর হাসপাতাল স্বাস্থ্য সেবাই বিশেষ অবদান রাখায় পুরষ্কৃত হয়েছে। এছাড়াও কোঁটচাদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবাই বিশেষ অবদান রাখায় এবারও পুরষ্কৃত হয়েছে।


No comments

Powered by Blogger.