কালীগঞ্জ শহীদ ছাত্রনেতা ওহিদুজ্জামান হেডলীর ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ শহীদ ছাত্রনেতা ওহিদুজ্জামান হেডলীর ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ও পৌর জাতীয় পাটির উদ্যোগে শহরের গো-হাটা জামে মসজিদে শহীদ ছাত্রনেতা হেডলীর রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক শামীম আজাদ সোনা, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ইলতুস মীর তোতা,সহ-সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দীক, সাংগঠনিক মীর আরিফ হোসেন বাকু, মাষ্টার জহুরুল ইসলাম, পৌর জাতীয় পাটির সভাপতি বাবলুর রহমান, যুব সংহতির নেতা শামীম রেজা, সুলতান রাজা জুয়েল, স্বেচ্ছা সেবক পাটির আহবায়ক আব্দুল মজিদ, ওহিদুজ্জান কালু প্রমূখ।  




No comments

Powered by Blogger.