ঝিনাইদহে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভেড়ামারা গ্রামের ইলঅহি বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ভুটয়ারগাতী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন খবরের ভিত্তিতে এস আই রফিকুল ইসলামসহ সঙ্গিয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সেসময় রবেদুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মাদক মামলা হয়েছে।
No comments