কালীগঞ্জ হতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার-
গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, -র ্যাব- ৬ এর একটি দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২৪ অক্টোবর ২০২০ ইং তারিখ ০৯:৪৫ ঘটিকায় সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বলিদা পাড়া গ্রামস্থ’ মোবারক গঞ্জ সুগার মিল এর দক্ষিণ পাশে মোঃ ছমির আলীর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোকসেদ আলী মন্ডল কালু (৬২), পিতা- মৃত আরব আলী, সাং-নিয়ামতপুর, থানা-কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।
No comments