কোটচাঁদপুর সরকারি কলেজের নির্মাণধীন লিংটন ঢালাই ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু।
মো:রোকনুজ্জামান (ঝিনাইদহ) কোটচাঁদপুর থেকে- ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের নির্মাণধীন ভবনের নির্মাণ কাজে নিম্মমানের সামগ্রী ব্যবহার করায় ভবন ধসে আব্দুল মালেক শাহ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৪ (অক্টোবর) বুধবার সকালে নির্মাধীণ ভবনের লিংটনের বাশ-কাঁঠ খুলতে যায়,এ সময় লিংটন ধসে তার মাথার উপর চাপ, পড়ে। এ সময় স্থানিয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় দুপরে সে মারা যায়। মৃত আব্দুল মালেক কোটচাঁদপুর শহরের দুধসরা হঠাৎ পাড়া গ্রামের শশুর বাড়িতে থাকতেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম সরেজমিন গিয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
কলেজের অধ্যাক্ষ অনুতোষ কুমার জানান,এ বিষয়টি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিষয়। তিনি ঘটনাটির দায় সম্পূর্ণ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের ওপর চাপান এবং তিনি দায় এড়িয়ে যান। পরিবর্তীতে ঠিকাদার মিলন এর মুঠোফোনে এই বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দিতে পারেননি।
No comments