শৈলকুপায় কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ভ্যান চালকের আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় ইয়াকুব হোসেন (৩৫) নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত ভ্যানচালক ওই গ্রামের মৃত আলিম উদ্দীন খাঁর ছেলে।

নিহতের ভাবি মর্জিনা বেগম জানান, ইয়াকুব একজন মানসিক প্রতিবন্ধী রোগী, পেশায় একজন ভ্যানচালক। প্রায়ই তিনি তার স্ত্রীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে বাক বিতন্ডা করতো। শনিবার রাতে তাদের মধ্যে কিস্তির টাকা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। রবিবার সকালে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জানান, ঋণের কিস্তি সংক্রান্ত পারিবারিক বিরোধে রঘুনন্দনপুর গ্রামের ইয়াকুব হোসেন নামে একজন বিষপান করে আত্বহত্যা করেছে।


No comments

Powered by Blogger.