ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ  প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে মুক্তা খাতুন নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাঠানপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মুজাম শেখের মেয়ে। 

স্বজনরা জানান, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এসময় নিকটতম এক প্রতিবেশী তার দেহ পুকুরে ভেসে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চত করেছেন।

No comments

Powered by Blogger.