কুষ্টিয়ায় দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়ার দৌলতপুরে মাত্র এক ঘন্টার ব্যবধানে দুই চাচাতো বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কামারপাড়া এলাকার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উক্ত এলাকার মুনতাজ আলীর মেয়ে রুমা খাতুন (২৫) এবং তার চাচাতো বোন মোয়াজ্জেম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৬)।
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আন্সারী বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুক্তা খাতুন চার মাস আগের একটি ধর্ষণ মামলার সহযোগী হিসাবে আসামী ছিলো। তারপর থেকেই সে তার চাচাতো বোন রুমা খাতুনের স্বামীর বাড়ীতে পলাতক ছিলো। কদিন আগেই সে বাড়ীতে আসে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুক্তা খাতুনের ঘরের ডাবের সাথে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর মধ্যে মুক্তা খাতুনের মৃত্যুর খবর শুনে রুমা খাতুনও নিজ ঘরের ডাবের সাথে আত্মহত্যা করে।
তিনি জানান, ধারনা করা হচ্ছে মুক্তা খাতুন ধর্ষণ মামলার আসামী হওয়ার কারণে মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলো।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
No comments