ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ হারাল এক শ্রমিক

বিপ্লব খন্দকার, ইবি:-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম মনিরুল  ইসলাম (২৬)।আজ সকাল সাড়ে ৯টার দিকে ভবনের পাঁচ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। নিহত নির্মাণ শ্রমিক কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের পাঁচ তলায় কাজ করছিলেন মনিরুল। এ সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিকরা জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, বিষয়টি  অবহিত হওয়ার সঙ্গেই ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নিহত শ্রমিকের লাশ দেখতে পাই। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

এ বিষয়ে ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান  বলেন, নির্মাণ শ্রমিকের লাশটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে লাশটি হস্তান্তর করা হবে।


No comments

Powered by Blogger.