কালীগঞ্জে কৃষকের লাউয়ের গাছ কটেে দিয়েছে দূর্বত্তরা

স্টাফ রিপোটার ॥

ঝিনাইদহ কালীগঞ্জে এক কৃষকের ২৫ শতক জমির ধরন্ত লাউয়ের ক্ষেত কটেে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিয়ামতপুর গ্রামের মাঠে আলম মন্ডলের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে।

কৃষক আলম মন্ডল জানান, ২৫ শতক জমিতে লাউয়ের চাষ করেছিলেন। গাছগুলোতে বেশ লাউ ধরেছিল। বৃহস্পতিবার সকালে নিজের জমির লাউয়ের গাছ কাটা দেখেন তিনি। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, লাউয়ের ক্ষেত কাটার ব্যাপারে অভিযোগ পেয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


No comments

Powered by Blogger.