কালীগঞ্জে বি.পি.ডি.এ’র উদ্যোগে আলোচনা সভা ও করোনা যোদ্ধাদের সম্মাননা স্বারক প্রদান

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস যোদ্ধাদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এ্যাসোসিয়েশন। এসময় আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আর এম রনি।

আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বি.পি.ডি.এ আহবায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান তপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বি.পি.ডি.এ’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ রাকিবুল ইসলাম তুহিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আশরাফুল আলম, ইমান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, বি.পি.ডি.এ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. এম এ রহিম মিয়া, ময়মনসিংহ বিভাগ বি.পি.ডি.এ’র আহবায়ক ডাঃ শেখ মোঃ আজিজুল হক আজিজ, রাজশাহী বিভাগ বি.পি.ডি.এ’র আহবায়ক ডাঃ মোঃ আক্তারু হোসেন বাবু, সিলেট বিভাগ বি.পি.ডি.এ’র আহবায়ক ডাঃ মোঃ কামরুজ্জামান শিমু, রংপুর বিভাগ বি.পি.ডি.এ যুগ্ম-আহবায়ক ডাঃ সাজিদুর রহমান লোহানী, খুলনা বিভাগ বি.পি.ডি.এ’র প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ কামাল হোসেন, খুলনা বিভাগ বি.পি.ডি.এ’র আহবায়ক ডাঃ মোঃ মোশারফ হোসেন, যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ আলমগীর হোসেন, যশোর জেলা বি.পি.ডি.এ’র উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুল মতিন, যশোর জেলা বি.পি.ডি.এ’র আহবায়ক ডাঃ মোঃ ইউনুস আলী, যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ জামির হোসেন, ঝিনাইদহ জেলা বি.পি.ডি.এ’র আহবায়ক ডা. মোঃ জাফর ইকবাল, যুগ্ম-আহবায়ক ডাঃ মোঃ তারেক হোসেন পল্লব, কুষ্টিয়া জেলা বি.পি.ডি.এ আহবায়ক ডাঃ রুবেল আহমেদ, কালীগঞ্জ উপজেলা বি.পি.ডি.এ’র উপদেষ্টা ডাঃ মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা বি.পি.ডি.এ যুগ্ম-আহবায়ক ডাঃ এম. এ জব্বার।

আলোচনা সভা শেষে বি.পি.ডি.এ’র পক্ষ থেকে মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস যোদ্ধা হিসেবে সম্মাননা স্বারক প্রদান করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী, কালীগঞ্জ ইমান আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

বক্তারা মহামারী করোনা ভাইরাস হতে সৃষ্ট লক্ষণ, উপসর্গ ও প্রতিকার সম্পর্কে আরও বেশি বেশি সচেতন হওয়ার আহবান জানান।


No comments

Powered by Blogger.