ঝিনাইদহে করোনাকালে স্বাস্থ্যবিধি ও দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে আদালতের কর্মচারীদের প্রশিক্ষণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে করোনাকালে স্বাস্থ্য বিধি ও দ্বায়িত্ব-কর্তব্য সম্পর্কে দক্ষতাবৃদ্ধিতে আদালতের কর্মচারীদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে।

বুধবার বিকেলে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

এসময় করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচার প্রার্থীদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদাণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহা: হাসানুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মিজানুর রহমান, ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ, ৩য় আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কামরুজ্জামান, ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম, ৪র্থ আদালতের বিচারক রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় আদালতে কর্মরত শতাধিক কর্মচারীরা অংশ নেয়।



No comments

Powered by Blogger.