কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 



স্টাফ রিপোটার ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামের মৃত ফকির মন্ডলের ছেলে ইয়ানুর হোসেন ও জীবননগর কোর্টপাড়া এলাকার মৃত নওশের আলীর ছেলে মিকাইল হোসেন।

সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কো¤পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর থেকে চাপালী সড়কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল সেট ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


No comments

Powered by Blogger.