ঝিনাইদহে ২ ছিন্তাইকারীকে আটক করেছে পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের পবহাটি কলাহাটা এলাকা থেকে দুই ছিন্তাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কালিকাপুরের রাজকুমারের ছেলে আশিকুর রহমান ও আরাপপুর খাজুরা পূর্ব পাড়ার বাদল মন্ডলের ছেলে আল-আমিন মন্ডল।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঝিনাইদহের পবহাটি এলাকায় ছিন্তাই করার সময় দুই ছিন্তাইকারীকে আটক করেছে ওই এলাকার জনগন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এস আই পলাসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দুই ছিন্তাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের কাছ থেকে ছিন্তাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাকু ও ছিন্তাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এঘটনায় ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের সাইফ আহমেদ বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছে। রোববার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঝিনাইদহ শহর এলাকায় ছিন্তাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
No comments