ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর ও কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ব্রহ্মপুর গ্রামের রাজীব হাসানের ছেলে শিশু ফাহিম খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ ভেসে থাকাকে দেখে উদ্ধার করা হয়।
অপরদিকে একই এলাকার লুৎফর রহমানের ছেলে আদিব খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments