কালীগঞ্জে কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার ৪৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
শাহজাহান আলী সাজু॥
ঝিনাইদহের কালীগঞ্জে কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের নিচমতলা বাসস্ট্যান্ডের কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়। কৃষক সংসগ্রাম সমিতির কালীগঞ্জ উপজেলা সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা সভাপতি তোজাম্মেল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম-স¤পাদক প্রকাশ দত্ত, কৃষক সংগ্রাম সমিতি ঝিনাইদহ জেলা সহ-সভাপতি সদর উদ্দিন সিকমল , কৃষক সংসগ্রাম সমিতির কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বিদ্যুত অধিকারী প্রমুখ। সভাটি পরিচালনা করেন যুগ্ম-আহ্বায়ক মানবেন্দ্র দাস মিন্টু। স্মরণ সভায় বক্তরা সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী প্রচলিত রাষ্ট্র ও সংবিধানের বিপরীতে শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান সভার দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্যে প্রয়াত কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার ৪৬তম মৃত্যুবার্ষিকী সকল গণতান্ত্রিক ব্যক্তি, শক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
No comments