নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-

দেশব্যাপী ধর্ষন, নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষনের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের পায়রাচত্বরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। এসময় সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধর্ষনের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।


No comments

Powered by Blogger.