ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র্যালী
ঝিনাইদহ প্রতিনিধি-
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র বিধান মন্ত্রীসভায় সংশোধিত খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে ঝিনাইদহে আনন্দ র্যালী করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র বিধান মন্ত্রীসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ২০০০’এর খসড়া চুড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানান।
No comments