ঝিনাইদহে ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর ডিপোতে দু:সাহসিক চুরি
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া মোড় এলাকার ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর ডিপোতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় এ চুরি সংগঠিত হয়। এসময় চোরচক্র নগদটাকা ও ডিপোর মালামাল চুরি করে নিয়ে গেছে। ডিপোর মালিক আতিকুর রহমান জানান, বুধবার সকালে ডিপোর পাশ দিয়ে যাওয়ার সময় নাইম নামের ৮ বছরের এক শিশু গোডাউনের তালা খোলা দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা গিয়ে গোডাউনের মুল তালা, ক্যাশবাক্স ভাঙ্গা ও মালামাল এলোমোলো ছড়ানো অবস্থায় দেখতে পায়। আতিকুর রহমান বলেন, চোরচক্র ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ ৩৮ হাজার ৮৬ টাকা ও ৩’শ প্যাকেট কার্টুন পন্য যার মুল্যে ১ লাখ ৭৮ হাজার ৬’শ ৭২ টাকা চুরি করে নিয়ে গেছে। ফুলকলি ব্রেড এন্ড বিস্কুট কোম্পানীর ডিপো থেকে ঝিনাইদহসহ আশপাশের ৭ জেলায় পণ্য সরবরাহ করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্থরা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
No comments