ঝিনাইদহে এসিআই মটরস্’র সোনালীকা ডে
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে এসি আই মটরস্ এর আয়োজনে সোনালীকা-ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ট্রাক্টরকে ফ্রি সার্ভিস, বুকিং ও স্পেয়ার পার্টসের উপর আকর্ষণীয় ডিস্কাউন্ট, সোনালীকা ট্রাষ্টর প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, খেলাধূলা, র্যাফেল ড্র, পুরুস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর যশোর রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, সহকারী ব্যবস্থাপক (সার্ভিস) রেদোওয়ানুল ইসলাম, ঝিনাইদহ সোনালীকা ট্রাক্টর ও ফোটন গাড়ীর ডিলার ইয়ানুর রহমান রয়েল, এসিআই মটরস্ এর চুয়াডাঙ্গা এরিয়ার টেরিটরি ম্যানেজার মশিউর রহমান, সার্ভিস ইঞ্জিনিয়ার উজ্জল বাগচিসহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলার ৬ টি উপজেলার ৩ শতাধিক ট্রাক্টর মালিক, চালক ও কমিশন হোল্ডারবৃন্দ অংশ নেয়।
No comments