কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নির্বাচন ১০ অক্টোবর



শাহনুর ইসলাম স্টাফ রিপোর্টার কালীগঞ্জ ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান।

জেলা নির্বাচন অফিস কর্তৃক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ অক্টোবর কালীগঞ্জ পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে একবার ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হলেও করনা ভাইরাসের কারণে আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস মৃত্যুবরণ করলে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম মেয়র পদে নির্বাচিত হওয়ার পর পদটি শূন্য হয়। আগামী ১০ আগস্ট এ পদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

No comments

Powered by Blogger.