কালীগঞ্জে তিনটি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
শাহ আলম-
সমাজ থেকে মাদকের শিকড় চিরতরে নির্মূল করতে কাজ করছে পুলিশ। মাদকের ব্যাপারে ঝিনাইদহের পুলিশ জিরো টলারেন্স। মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় হবে না বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করবে পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং এর মতো অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। জনগণের সুবিধা-অসুবিধায় পুলিশ আন্তরিকতার সাথে কাজ করবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়ার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, মানবাধিকার কর্মী শিবু পদ বিশ^াস প্রমুখ।
No comments