ঝিনাইদহে এক কিশোর বাস চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি- 

ঝিনাইদহে মামুন মিয়া (১৫) নামে এক কিশোর বাস চালককে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ড্রাইভিং করার মত নির্ধারিত বয়স না হলেও সে ড্রাইভিং করছে দেখে তাকে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। চালক মামুন মিয়া সদর উপজেলার সাধুহাটি গ্রামের চান্নু মিয়ার ছেলে।

এ বিষয়ে জেলা প্রশাসকের অতিরিক্ত কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, দুপুরে ঐ কিশোর শহরের মুজিব চত্বর থেকে আরাপপুর গামী একটি বাস এলোমেলো ভাবে চালিয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে। এসময় তিনি সাথে থাকা সহযোগীদের বাসটি থামাতে বলেন।


তিনি আরও বলেন, এরপর তার ড্রাইভিং করা বয়স যাচাই করে পূর্ণ বয়স না হওয়ায় শহরের মধ্যে এলোমেলো গাড়ি চালানোর অপরাধে তাকে নগদ ১ হাজার টাকা জরিমানা করে পরবর্তীতে এ ধরনের অপরাধ না করার শর্তে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


No comments

Powered by Blogger.