ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার, সরঞ্জামাদি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার করা হয়েছে তার কাছে থাকা বিভিন্ন সরঞ্জামাদি।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক পিয়ার উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কের আজাদ রেষ্ট হাউজের ২য় তলায় ৪ নং কক্ষে এক প্রতারক চক্র অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য বকুল মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে টাকা দ্বিগুন করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। প্রতারক বকুল মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার আলী কদর মোল্লার ছেলে। তিনি আরও জানান, প্রতারক বকুল দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে টাকা দ্বিগুন করে দেওয়ার নামে মানুষকে ঠকিয়ে আসছে। অভিযানে ছিলেন ডিবি পুলিশের এস আই সেলিম রেজা, এ এস আই আব্দুল আলিমসহ সঙ্গীয় ফোর্স। এব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।
No comments