ঝিনাইদহে ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে হারুন শেখ ওরফে পান্না (৩৫) নামে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাসা থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী পান্না ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর সি এন বি পুকুর পাড়ার মৃত ইসমাইল শেখ ছেলে

বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ২০১৬ সালে মাদক মামলায় বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে হারুন শেখ ওরফে পান্নাকে আদালত সাত (০৭) বছর সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। যার মামলা নং- জি আর ৪৩৫/১৬

ওসি আরও বলেন, মামলার রায় হওয়ার পর দীর্ঘ দিন তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।আসামী বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে এস আই এমদাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযানে পাঠিয়ে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

 

No comments

Powered by Blogger.