ঝিনাইদহের শৈলকুপায় অটিজম শিশু শিক্ষার্থীদের মাঝে অটিস্টিক ডিভাইস বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্তাবধানে অটিজম শিশু শিক্ষার্থীর মাঝে অটিস্টিক ডিভাইস বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করে ৪৪ জন শিশুদের মাঝে ৭টি চশমা, ৭টি শ্রবন যন্ত্র, ২৫টি হুইল চেয়ার ও ৪ জোড়া ক্রাচ বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসরাইল হোসেন, এটিইও মোস্তফা মাহমুদ, জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
No comments