শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে সাপের কামড়ে ইজাহিদ হোসেন নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে ওই গ্রামের মনোয়ার হোসেন মোল্লার ছেলে। শিশু ইজাহিদ বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
বাগুটিয়া গ্রামের সাহেব আলী নামের এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে শিশু ইজাহিদ তার পিতার সাথে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি বিষধর সাপে দংশন করে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে গ্রামের এক কবিরাজের নিকট নিয়ে চিকিৎসা শুরু করে। কবিরাজের ঝাড়ফুক চলাকালিন শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
No comments