কালীগঞ্জে মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা

  শাহ আলম-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান করে কীটনাশক পানে তানজিল হাসান (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তানজিল বলিদাপাড়া এলাকার আফাল হোসেনের ছেলে। প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন ধরে মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান চলছিল যুবক তানজিলের। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সে কীটনাশক পান করে। গুরুত্বর অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানজিলের মামা জাহিদুল ইসলাম জানান, ঘটনা সত্যি আমার ভাগ্নে বিষ পান করে মারা গেছে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান তানজিল নামে এক যুবকের আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন।  






No comments

Powered by Blogger.