শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খেলতে খেলতে শিশু বায়েজিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে বায়েজিদকে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments