ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে সুনিল বিশ্বাস নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার হামদহ নতুন পল্লীর মৃত সত্যপদ বিশ্বাসের ছেলে। তিনি বেশ কিছু দিন জটিল রোগে ভুগছিলেন। ২১ আগষ্ট তারিখে তার করোনা উপসর্গ দেখা দিলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬ আগষ্ট তারিখে তার করোনা পজেটিভ আসে। পরে ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তিনি মারা যান।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মৃত ব্যক্তির লাশ মহিষাকুন্ডু শ্বশানে সৎকার করা হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত মোট ৫৩ জনের লাশ দাফন ও সৎকার করেছে ইফা কমিটি।
No comments