আত্নহত্যা।
এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সাগর হোসেন (৩২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেেছ পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পিতার নাম মৃত শাহাদত হোসেন।
আলাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, সাগর গত ৩ দিন আগে স্ত্রী সন্তানদের নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যায়। এরপর গত রাতে কখন বাড়িতে এসেছে তা তার পরিবারের কেউ জানে না।সকালে নিহতের ছেলে বাড়ি এসে জানালা খুলে দেখতে পান তার বাবার ঝুলন্ত মরদেহ। এলাকাবাসীর ধারণা করছেন, পারিবারিক কলহের জের ধরে সাগর আত্মহত্যা করতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাফুজুর রহমান মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সাগর হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না। তবে পারিবারিক কলহের জের ধরে সাগর আত্মহত্যা করতে পারে বলে, পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
No comments