এতিম শিশু মাসুমের পাশে দাড়ালেন গান্না ইউনিয়ন সেবা ফাউন্ডেশন।

 

এস এম টিপু, স্টাফ রিপোর্টারঃ অসহায় এতিম শিশুটির দায়িত্ব নিলেন গান্না ইউনিয়ন সেবা ফাউন্ডেশন। শিশুটির   নাম মোঃ মাসুম হোসেন, তার বয়স মাত্র ৩০ দিন। তার মায়ের নামঃ মাছুরা খাতুন ও বাবার মোঃ সোহেল হোসেন। গত ১১ই আগস্ট ২০২০ ইং তারিখে শিশুটির  জন্ম হয়, জন্মের পর পরই মা মারা যায় এবং শিশুটির জন্মের ২৭ দিন পর বাবাও পারিবারিক কলহে গলায় ফাস দিয়ে   আত্নহত্যা করেন। 

শিশুটির বর্তমান অভিভাবক   তার দাদা মোঃ সাইফুল ইসলাম এতিম শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন। তিনি 

বলেন, নাতিকে নিয়ে তিনি চরম বিপদে ছিলেন।  ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন "গান্না ইউনিয়ন সেবা ফাউন্ডেশন"। আজ ১৩ই আগষ্ট ২০২০ ইংং তারিখ রোজ  রবিবার  শিশু মাসুমের দাদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সাদ্দামসহ  অন্যান্য সদস্যরা। সাক্ষাৎ শেষে সংগঠনের সভাপতি বলেন, আজ থেকে শিশুটির খাদ্য, বস্ত্র, চিকিৎসা, লেখাপড়া, বাসস্থানের দায়িত্ব নেওয়ার কথা জানান। এই  ফাউন্ডেশনের সেবা মূলক কাজ ও উদার মনোভাব দেখে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.