ঝিনাইদহে থানা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার রাতে সদর থানা যুবলীগের উদ্যোগে শহরের এইচ এস এস সড়কের থানা যুবলীগ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় সদর থানা যুবলীগের আহবায়ক শাহ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ, থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুনর রশীদ. পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুনসহ যুবলীগের নেতাকর্মীরা।

বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদৎ বরণকারীদের আত্মার মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


No comments

Powered by Blogger.