কালীগঞ্জে রেল লাইনে বসে মোবাইলে কথা॥ প্রাণ গেল যুবকের
স্টাফ রিপোটার ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারের ফুলবাড়ি গেট এলাকায় জানাযায় অংশ নেওয়ার লোকজনের ভাড়ায় এসে শাহাজান আলী (৩০) নামের এক ইজিবাইক চালক মালবাহী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। নিহত শাহাজান মাগুরার হাজিপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মনছের মোল্যার ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বারোবাজার ফুলবাড়ি গেটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহাফুজুর রহমান মিয়্া বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ফুলবাড়ি গ্রামের হারুন অর রশিদ জানান, বুধবার ভোরে আমার চাচি খাদেজা বেগম মারা যান। তার জানাজায় অংশ নিতে আসা স্বজনদের নিয়ে ইজিবাইকের ভাড়ায় এসেছিলেন শাহাজান। তিনি আমাদের বাড়িতে পৌছে যাত্রী নামিয়ে দিয়ে নিকটবর্তী রেললাইনের পাশে বসে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
No comments