ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজাজুল হক (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটে। ইজাজুল পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক পদ্মপুকুর সালমা বেগম দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে মোটরচালিত ধান ঝাড়া মেশিনে ধান মাড়ায়ের কাজ করছিল শিক্ষক ইজাদুল। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে তিনি বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার দাঁত দিয়ে কেটে জোড়া লাগানোর চেষ্টা করছিলেন। সেসময় বিদ্যুৎ চলে এলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়

No comments

Powered by Blogger.