ঝিনাইদহে বিডি ফুড’র ম্যানেজারের উপর দুবৃর্ত্তদের হামলা

 

ঝিনাইদহ প্রতিনিধি-

দুবৃর্ত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে বিডি ফুড’র ঝিনাইদহে কর্মরত রিজিওনাল ম্যানেজার আতিকুর রহমান। মঙ্গলবার দুপুরে শহরের হাটের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত আতিকুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুর রহমান দুপুরে হাটের রাস্তায় বিডি ফুড’র খুচরা বিক্রেতা একটি দোকানে আসছিলেন। এসময় ১৫/২০ জনের একদল দুবৃর্ত্ত তার উপর হামলা চালায়। দুবৃর্ত্তরা রড, লাঠি বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

খোঁজ নিয়ে জানা যায়, আতিকুর রহমান সোমবার এক ব্যবসায়ীর নামে ৯০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেছেন। তারাই এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী তার সহকর্মীদের।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় এখন কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


No comments

Powered by Blogger.