ঝিনাইদহে জেলা পর্যায়ে সেরা জলবায়ু শিক্ষার্থী পুরস্কার প্রদাণ



ঝিনাইদহ প্রতিনিধি-

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মানুষকে সচেতন করাসহ পরিবেশ রক্ষা আন্দোলনে অবদান রাখায় ঝিনাইদহে জেলা পর্যায়ে সেরা জলবায়ু শিক্ষার্থী পুরস্কার প্রদাণ করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে কোস্টাল ডেভলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র স্ট্রেংদেনিং পিপল’স একশন অন ক্লাইমেট রিক্স রিডকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্প।

জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, এনসিআরবি’র সহ-সভাপতি একরামুল কবির, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার, নগর বাথান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম এ কাদের। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিডিপি’র এরিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ১০ জন শিক্ষার্থীকে ও ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু ক্লাব কার্যক্রমে ভূমিকা রাখায় পুরস্কত করা হয়।

No comments

Powered by Blogger.