ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জহির রায়হানের বৃক্ষরোপন শুরু
ঝিনাইদহ প্রতিনিধি-
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে।
আজ সকাল থেকে বৃক্ষপ্রেমিক খ্যাত জহির রায়হান সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন শুরু করেন।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামে বাড়িতে বাড়িতে ও শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করেন তিনি। আগামী এক সপ্তাহ ৫’শ গাছের চারা রোপন করা হবে বলে জানান তিনি।
No comments