ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, আহত-৫



ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।

পুলিশ জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে একটি আলোচনা সভা চলছিল।

এক পর্যায়ে সভার বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে ছাত্রলীগের দু’পক্ষ শহরের এইচ এস এস সড়কে সংষর্ঘে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



No comments

Powered by Blogger.