ঝিনাইদহে করোনায় ও উপসর্গ নিয়ে দু’জন ব্যাংকার এক আইনজীবীসহ ৫ জনের মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ঈদের ছুটিতে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে সাবেক দুই ব্যাংকার ও এক আইনজীবীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী নেতা এড মকছেদ আলী, ঝিনাইদহ জনতা ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার আরাপপুর দুঃখি মাহমুদ সড়কের শামসুল ইসলাম খান, একই ব্যাংকের সাবেক অফিসার কুশাবাড়িয়া গ্রামের রজব আলী, শহরের কলাবাগান পাড়ার কাপড় ব্যাবসায়ী কালিপদ সহা ও ঝিনাইদহ শহরের নতুন কোর্টপাড়ার বেলায়েত হোসেন। এই নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ৩৭ জনের মৃত্যু হলো। ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, সিনিয়র আইনজীবী এড মকছেদ আলীর করোনা সনাক্ত হলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুরে করোনা আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। সোমবার বাদ এশা শৈলকুপার আসাননগর গ্রামে তার লাশ দাফন করা হয়। এছাড়া করোনা উপসর্গ নিয়ে গত বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের আপরাপপুর দুঃখি মাহমুদ সড়কের মৃত নুরুন্নবী খানের ছেলে জনতা ব্যংক কর্মকর্তা শামসুল আলম খান, গত শনিবার শহরের কলাবাগানপাড়ার সুধীর পদ সাহার ছেলে কালীপদ সাহা, নতুন কোর্টপাড়ার আব্দুল লতিফের ছেলে বেলায়েত হোসেন ও সদরের ঘোড়শাল ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের বাবর আলীর ছেলে জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা রজব আলী রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে মৃত ব্যাক্তিদের দাফন করা হয়। এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ^াস পার্থ জানান, ঝিনাইদহ জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৫ জন। সুস্থ হয়েছেন ৪৩১ জন।  

No comments

Powered by Blogger.