ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
ইবি প্রতিনিধিঃ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) শাখার ২0২0 সালের সালের - ২0২1 কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । শনিবার ( 8 আগষ্ট ) ফোরামের নব নির্বাচিত সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালীউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য জানা হয় ।
ইতোপূর্বে গত 6 আগস্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২016 - 17 শিক্ষাবর্ষের আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আল - ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের ২017 - 18 শিক্ষাবর্ষের এস এ এইচ ওয়ালীউল্লাহ মনোনিত হয়েছেন ।
ইবি শাখার 11 সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ - সভাপতি রাশেদ আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন , সাংগঠনিক সম্পাদক আবু তালহা আকাশ এবং সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন , অর্থ সম্পাদক ফুহাদ হাসান , দপ্তর সম্পাদক নাজমুস সাকিব , উপ দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অনিল মোঃ মোমিন এবং সাহিত্য ও প্রচার সম্পাদক শ্যামলী তানজিন অনু ।
ফোরামের কার্যক্রম সম্পর্কে নব মনোনীত সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালীউল্লাহ বলেন , " লেখনীর মাধ্যমে অজ্ঞতা আর সামাজিক অসঙ্গতি তুলে ধরাও একটি সংগ্রাম । এই অর্থে লেখালেখি করা একজন সচেতন নাগরিকের ও সৃষ্টিশীল সামাজিক দায়বদ্ধতারই অংশ । আমাদের ঘুনে ধরা বিবেককে নাড়া দিতে এবং অপশক্তির মোকাবেলা করতে একদল দক্ষ লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি । "
উল্লেখ্য , গত 6 আগস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করার পাশাপাশি আগামী 7 কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয় ।
No comments