ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে লালচাঁদ (৩২) নামের এক ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। লালচাঁদ হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের মঙ্গল শাহ’র ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে খাজুরা গ্রামের আবু সাঈদের বাড়িতে বৈদ্যুতির মটর মেরামত করতে যায় লালচাঁদ। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

No comments

Powered by Blogger.