ঝিনাইদহ জেলা বিএমএর সভাপতি ডা: সিদ্দিকুল ইসলাম এর ইন্তেকাল

 

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা বিএমএ সভাপতি ও ডাঃ শামীমা সুলতানার স্মামী এবং শামীমা ক্লিনিকের স্বত্তাধিকারী ডাঃ এ বি এম সিদ্দুকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। বৃহস্পতিবার সন্ধায় ঢাকা পপুলার হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অবসরের আগে তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ মুক্তিযোদ্ধা স্মৃতি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় পৌর গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ঝিনাইদহ জেলা বি এমএ এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ দুলাল কুমার চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ-সভাপতি ফয়সাল আহমেদসহ, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন।

No comments

Powered by Blogger.