ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা যুবক নিহত, ইয়াবা উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার আড়–য়াকান্দি এলাকায় বাসের ধাক্কায় রাজু আহম্মেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু হোসেন শহরের আরাপপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে ইয়াবার চালান নিয়ে শহরের আরাপপুর এলাকার মাদক ব্যবসায়ী রাজু হাটগোপালপুর বাজারে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাজু গুরুতর আহত হলে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে রাতে তার মৃত্যু হয়। চিকিৎসা দেওয়ার সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২’শ ২০ পিচ ইয়াবা। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
No comments