সেই নবজাতকের ঠাঁই হলো এক নিঃসন্তান দম্পতির ঘরে
ঝিনাইদহ প্রতিনিধি-
রাস্তার পাশে কড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলেছে। শুক্রবার প্রায় মধ্যরাতে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের তত্বাবধানে থাকা নবজাতকটি এক অনুষ্ঠানের মাধ্যমে পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ নামে এক নিঃসন্তান দম্পত্তির নিকট লালন পালনের জন্য হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র অফিস কক্ষে এক জরুরী বৈঠকে শিশুটিকে পাওয়ার জন্য যারা আবেদন করেন তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয়। সভা শেষে উদ্ধার হওয়া নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য হারুন অর রশিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।
No comments