ঝিনাইদহে ২১ আগষ্টে শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ২১ আগষ্টে শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী যুবলীগ। পোড়াহটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইকতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রবিউল ইসলাম রনি, হামিদুল ইসলাম, কামাল হোসেন, তুহিন হোসেন, মিন্টু হোসেন, বিল্লাল হোসেনসহ স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন পোড়াহটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল মাহমুদ।
বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
No comments