বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরনে ঝিনাইদহে আওয়ামী লীগের আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরনে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক মনজুর পারভেজ তুষার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিকাশ কুমার ঘোষ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুল, পঞ্চরেশ পোর্দার, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট সালমা ইয়াসমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
আলোচনা সভায় বক্তারা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবী জানান।
No comments