ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর পাতা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে লাল মিয়ার অকালেই ঝরে গেল প্রাণ । ৫ আগস্ট বুধবার দুপুরে বিচালি গাদা থেকে বিদ্যুৎ স্পূষ্ট হয়ে সে মূত্যুবরণ করে।
লালমিয়ার চাচা সেলিম উদ্দীন জানান, দুপুর আনুমানিক ২টার দিকে লালমিয়ার বড় ভাই পিয়াল হোসেন বাড়িতে খবর পাঠায় মাঠে পাতো (চারা) বাধার জন্য একমুঠো বিচালী (খড়) ও একটি মাথাল নিয়ে যাওয়ার জন্য। খবর পেয়ে লালমিয়া বড় ভায়ের জন্য মাথাল ও একটি কেক নিয়ে মাঠে রওনা হয়। এবং একমুঠো বিচালী নেওয়ার জন্য প্রতিবেশী বাদশার খড় গাদার দিকে যায়।খড় পালা থেকে একমুঠো বিচালি নিতেই আগে থেকে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে হাত লাগে লালমিয়ার।তাতে ঘটনা স্থলেই সে মাটি তে লুটিয়ে পড়ে। স্থানীয় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসী জানান, আব্দুর রাজ্জাক ওরফে টেংড়া বিশ্বাসের ছেলে বাদশার খড়গাদা থেকে রাতে বিচালি চুড়ি ঠেকাতে গোপনে সে খড় গাদার চারি পাশে বিদ্যুতের লাইন সংযোগ করে রাখে।বিষয়টি কেউই জানতো না।লালমিয়া বাড়ি থেকে বিচালি না নিয়ে, বাদশার খড়গাদা থেকে বিচালি আনতে গেলেই এ দূর্ঘটনা ঘটে।
এ দিকে লালমিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের চারিদিকে শোকের ছায়া নেমে আসে।
লালমিয়ার একমাত্র আদরের ছোট বোন নদী জ্ঞান হারিয়ে ফেলে। মা বার বার লালমিয়ার কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। পাড়া প্রতিবেশি সকলের চোখেই পানি দেখা যায়।একটু ভুলের কারণে অকালেই ঝড়ে গেল একটি তরতাজা প্রাণ।
No comments