ঝিনাইদহে মুজিব বর্ষ উপলক্ষে গাছের চারা রোপন ও বিতরণ
মুজিব বর্ষ উপলক্ষে ঝিনাইদহে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুরুতে শহীদ মিনার চত্বর, চুয়াডাঙ্গা স্ট্যান্ড, কেসি কলেজ চত্বরে অর্ধ-শতাধিক গাছের চারা রোপন করেন নেতৃবৃন্দ। পরে পথচারীদের মাঝে ২ শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
No comments